নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুললেন। পাশাপাশি বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড়ো ঘোষণা করলেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘নতুন করে ১৩ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার, ৯ লক্ষ বার্ধক্য ভাতা ও ১০ লক্ষ ৯৫ লক্ষ কন্যাশ্রী প্রকল্প দেওয়া হবে। আর ১ লা ফেব্রুয়ারী থেকে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন জানানো মহিলাদের সুবিধা দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি এও বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ। বলছে বাড়ি বাড়ি পানীয় জল দিচ্ছে। জমি কেনার পয়সা আমাদের। পাইপের রক্ষণাবেক্ষণ আমাদের। আমাদের টাকা নিয়ে যায়। আবার বলছে ঘরে ঘরে জল দিই। মাছের তেলে মাছ ভাজছে। হাজার কোটি টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো হচ্ছে দেশের হাল। এদের আপনারা বিশ্বাস করবেন না। আমরা করি না। ভোটের সময় দাম কমাবে। আর ভোট হয়ে গেলে দাম বাড়িয়ে উসুল করে নেবে।’’
Sponsored Ads
Display Your Ads Here