নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার রতুয়ার চাঁদমণি গ্রাম পঞ্চায়েতের গোরক্ষা গ্রামে পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে কাকার হাতে ভাইপোকে খুন হতে হলো। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে জ্যেঠু ইসলাম ও ভাইপো সফিকুলের মধ্যে অনেকদিনের ঝামেলা। গতকাল জমির একটি নিম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পুরোনো ঝামেলা চরমে ওঠে।
সফিকুল গাছের ডাল কাটতে গেলে ইসলামবাবু বাধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির মাঝে ইসলামবাবু পাশে পড়ে থাকা কোদাল দিয়ে সফিকুলের মাথায় আঘাত করতেই চারিদিক রক্তে ভেসে যায়।
এরপর তড়িঘড়ি সফিকুলকে নিয়ে হাসপাতালে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার সাথে সাথে ইসলামবাবু এবং তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
তারপর রতুয়া থানার পুলিশ উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশমনে পুলিশ পিকেট করে। এছাড়া গ্রামবাসীদের অভিযুক্তদের বাড়ি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সকালে উঠে গ্রামবাসীরা দেখেন যে, অভিযুক্ত ইসলামবাবুর বাড়ি জ্বলছে।
এই বিষয়ে গ্রামবাসীদের অভিযোগ, রাতেরবেলাই আমাদেরকে পুলিশ দূরে সরিয়ে দিয়েছিল। এরপরেই অভিযুক্তের বাড়িতে আগুন লাগল কিভাবে? তবে কি পুলিশই আগুন ধরিয়ে দিয়েছে? তা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।