নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের সিধি জেলা সাক্ষী থাকল এক ভয়াবহ দৃশ্যের। সেখানে এক ব্যক্তি গ্রামের পথ দিয়ে এক হাতে নিজের মামার কাটা মাথা ও অন্য হাতে রক্তে মাখা কুড়ুল নিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছেন।
ধৃত ব্যক্তি ২৬ বছর বয়সী লালবাহাদুর গৌড়। লালবাহাদুর জামোদি থানার পুলিশের কাছে গিয়ে দাবী করেছেন, “তার মামা মকসুদান গৌড় তন্ত্রসাধনার মাধ্যমে শয়তানকে ডেকে এনেছিলেন। আর এর সাহায্যে তাদের ক্ষতি করার চেষ্টা করছিলেন। তাই মামাকে খুন করেছেন।”
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানিয়েছেন যে, “সম্প্রতি মামা-ভাগ্নের সম্পর্ক বেশ খারাপ ছিল। গতকাল আচমকাই লালবাহাদুর মামা মকসুদানবাবুর বাড়িতে চড়াও হলে বচসা শুরু হয়। আর সেই সময় হঠাৎ করেই কুড়ুলের কোপে মামার মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে দেন।” এই ঘটনায় এলাকার বাসিন্দারা রীতিমতো স্তম্ভিত।