নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনের একটি আবাসনের ঘর থেকে উদ্ধার মায়ের মৃতদেহ। আর অন্য ঘর থেকে বন্দি ছেলেকে উদ্ধার করা হয়েছে। মৃতার নাম সোমালি তিরকি। বয়স ৬০ বছর ও ছেলের নাম আবীর তিরকি। বয়স ৩০ বছর। আবীর এবং সোমালি দেবী চা বাগানেই কাজ করত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মা-ছেলের মধ্যে বচসা হয়। এরপর থেকে আর আবীর ও সোমালি দেবীকে এলাকায় দেখা যায়নি। কিন্তু এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকায় বাসিন্দাদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। তারপর গতকাল রাতে ওই আবাসনের কাছ থেকে জোরালো দুর্গন্ধ বের হলে এলাকাবাসীরা সেখানে গেলে ঘরের মধ্যে সোমালি দেবীর মৃতদেহ দেখতে পান। এরপরই হাসিমারা ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। আর পাশের ঘর থেকে আবীরকে বন্দি অবস্থা থেকে বের করে আটক করা হয়।

- Sponsored -
আজ মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে সোমালী দেবীর মৃত্যু হয়েছে কিভাবে, তা এখনো স্পষ্ট নয়। যদিও, ছেলে মাকে খুন করে দু’দিন ধরে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল কিনা তা জানতে পুলিশ ইতিমধ্যে আবীরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।ব্ব