চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্ট ক্যাগকে আমফান মামলার তদন্তের জন্য তিন মাস সময় দিয়েছে। কিন্তু বার বার রাজ্যকে আমফানে দেওয়া টাকার হিসাব চেয়ে চাপ প্রয়োগ করছে ক্যাগ বা সি এ জির (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) আধিকারিকরা। যার ফলে ক্যাগের তদন্তের বিষয়ে আপাতত রাজ্য সরকার আদলতের কাছে স্থগিতাদেশের আবেদন জানিয়েছেন।
রাজ্য সরকারের পক্ষের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, “হাইকোর্টের নির্দেশানুসারে তিন মাসের মধ্যে ক্যাগের আমফান মামলার তদন্ত করে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। কিন্তু সম্প্রতি ক্যাগের তদন্তকারী আধিকারিকরা রাজ্যের সরকারী আধিকারিকদের কাছে তথ্য চেয়ে অনবরত চাপ সৃষ্টি করছে। যার জেরে বারংবার বাধা আসায় সরকারী কাজ ব্যহত হচ্ছে। তাই আমফান মামলার সমাপ্তি হওয়া পর্যন্ত এই তদন্তের স্থগিতাদেশ দেওয়া হোক”।
এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছেন যে, এই মামলার পরবর্তী শুনানি অাগামী সোমবার হবে। আর সেদিন এই মামলার ক্ষেত্রে প্রয়োজনে ক্যাগকে আরো সময় দেওয়া হবে কিনা সেই বিষয়েও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।