Indian Prime Time
True News only ....

মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান প্রায় ৭ জন

নিউজ ডেস্কঃ গোয়াঃ গোয়ার শিরগাও গ্রামে শ্রী লাইরাই দেবীর মন্দিরে বার্ষিক শোভাযাত্রার সময় পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আর ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

সূত্রের খবর, মন্দিরের বার্ষিক শোভাযাত্রার জন্য গোয়া, কর্ণাটক ও মহারাষ্ট্রের হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। এরই মধ্যে আজ ভোররাতে এই দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনার পরই পাঁচটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। উত্তর গোয়া হাসপাতালে আরো তিনটি অ্যাম্বুলেন্স রাখা রয়েছে। আহতদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর। দু’জনকে গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, “আমরা প্রত্যেক আহতর শারীরিক অবস্থার দিকে তীক্ষ্ণ নজর রাখছি। ভেন্টিলেটর সহ আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। অতিরিক্ত চিকিৎসকও সবরকম পরিস্থিতি মোকাবিলায় রয়েছেন।”

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত এই দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেন। আহতদের দেখতে হাসপাতালেও যান। এছাড়া এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, “লাইরাই যাত্রায় পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।” পাশাপাশি পুলিশ দুর্ঘটনাটির কারণ জানতে তদন্ত শুরু করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর মে মাসে শিরগাও যাত্রা হয়। গোয়া, কর্ণাটক এবং মহারাষ্ট্র থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠান চলে। মধ্যরাতে ভক্তরা মন্দিরের মধ্যে গোল হয়ে নাচেন। নাচের শেষে মন্দিরের সামনে কয়লা বিছানো পথে আগুন ধরানো হয়। ভোরে আগুন নিভে গেলে ওই গরম কয়লার উপর দিয়ে খালি পায়ে হাঁটেন ভক্তরা। কেউ কেউ একাধিক বার হাঁটেন। ওই উত্তপ্ত কয়লার উপর দিয়ে হাঁটার পর ভক্তরা গলার মালা একটি বট গাছে রেখে বাড়ি যান। এভাবেই সকালে এই উৎসব শেষ হয়।

Get real time updates directly on you device, subscribe now.