নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ফের দরাজহস্ত বিহারের এনডিএ সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে বিহার মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়েছে, রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ (স্বল্প মেয়াদে কোনও জায়গায় হাতে-কলমে কাজ শেখার সুযোগ) বাবদ প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হবে। ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স যাঁদের, তাঁদেরই এই অনুদান দেওয়া হবে।
বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা।
বিহারের এনডিএ সরকারের তরফে জানানো হয়েছে, ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস। এই সময়ের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য সরাসরি পৌঁছে যাবে। চলতি বছরে এমন পাঁচ হাজার পড়ুয়াকে আর্থিক সাহায্য দিতে চাইছে বিহার সরকার। পাঁচ বছর পরে এই সংখ্যাটা এক লক্ষের উপর নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হবে ৬৮৫.৭৬ কোটি টাকা।
Sponsored Ads
Display Your Ads Hereকয়েক দিন আগেই বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন অনেকটা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। এর আগে বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়। অর্থাৎ, একধাক্কায় ভাতা বাড়িয়ে দেওয়া হয় ৭০০ টাকা করে। নীতীশ জানিয়েছিলেন, জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ।
বিহারে ক্ষমতাসীন জেডিইউ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীজোট এনডিএ-র শরিক। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ বিহারে ভোট। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বার এই রাজ্যে প্রচারে গিয়েছেন। বিরোধী আরজেডি-কংগ্রেসের মোকাবিলায় সরকারের উন্নয়ন এবং জনমুখী প্রকল্পই অস্ত্র করতে চাইছেন নীতীশ।