বাপি রায়ঃ কলকাতাঃ এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) আধিকারিকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে তল্লাশি চালালেন। জানা গেছে, মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে চার জন বহিরাগতের কাছে মাদক পান। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপাচার্য সুরঞ্জন দাস জানান, ‘‘এনসিবির আধিকারিকেরা তাদের কাছে মাদক সংক্রান্ত তথ্য আছে বলে জানিয়েছিলেন। যার ভিত্তিতে ক্যাম্পাসে তল্লাশি করতে চান। পরে তল্লাশিও শুরু করা হয়।’’ এর আগেও যাদবপুর ক্যাম্পাসে মদ ও মাদকের ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া সন্ধ্যাবেলার পরে ক্যাম্পাসে অবাধ মদ এবং মাদক সেবন চলে বলে অভিযোগ ওঠে। তাছাড়া বহিরাগতদের যোগের কথাও শোনা যায়। এক সময়ে কর্তৃপক্ষ রাতেরবেলা বহিরাগতদের প্রবেশ আটকাতে গেটে পরিচয়পত্র দেখানোর নিয়ম চালু করতে চাইলেও পড়ুয়াদের আপত্তিতে তা চালু করা সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
আগে সন্ধ্যাবেলার পরে সুরঞ্জন দাসও ক্যাম্পাস পরিদর্শন ও সচেতনতামূলক মিছিল করেছেন। আজ ক্যাম্পাসে মদ এবং মাদক সেবন নিয়ে বৈঠক একটি ডাকা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here