অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিউটাউনের মদীনাতুল হজ হাউজের ভিতরে মদের বোতল উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। ইসলাম সম্প্রদায়ের লোকজন পবিত্র হজকে সম্পন্ন করতে এই হজ হাউজে বিশ্রাম নেন। এখান থেকেই হজের যাবতীয় কাজকর্ম করা হয়। আর সেখানকার ডাস্টবিন এই মদের বোতল উদ্ধার হওয়ায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
এদিন নওশাদ সিদ্দিকী অভিযোগ পেতেই দ্রুত সেখানে পৌঁছে ঘুরে ঘুরে গোটা পরিস্থিতি খতিয়ে দেখলেন। পাশাপাশি সমাজ মাধ্যমে পোস্ট করে অভিযোগ করে লিখেছেন, “শুনেছি, আমার যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে গিয়েছেন। তারপরেও এই মদের বোতল পড়ে আছে কি করে, এটা বোধগম্য হচ্ছে না। শুনেছি এখানে পুলিশ আধিকারিকেরা বিশ্রাম নিচ্ছিলেন….।”
এরপরই নওশাদ সিদ্দিকী স্পষ্ট বার্তা দিয়ে জানান, “আমি মনে করি হাজিদের জন্য তৈরী হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয়। যদি ব্যবহার করা হয়ও, তাহলে জায়গাটির পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক।”