অলিম্পিকের ফাইনাল থেকে বাদ পড়লেন দেশীয় কন্যা বিনেশ ফোগাট

Share

হিলনিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কথায় আছে, তীরে এসে ডুবল তরী। আর এমনটাই হয়েছে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের। বিনেশ ফোগাটের দু’চোখ ভরে শুধুই সোনার পদকের স্বপ্ন ছিল। আর তাঁর হাত ধরে দেশবাসীও প্যারিস গেমস থেকে সোনা জয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু এবার সেই স্বপ্ন ভঙ্গ হলো।

দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে আগেই হরিয়ানার মেয়ে বিনেশ ফোগাট সেমিতে নজির গড়েছিলেন। তবে ওজন বেড়ে যাওয়ায় শেষমেশ ফাইনালে ডিসকোয়ালিফাই হয়েছেন। নিয়ম অনুযায়ী, ফাইনালের আগে অ্যাথলিটদের দু’দিন ওজন পরীক্ষা করা হয়। প্রথম দিন ওজনের জন্য ত্রিশ মিনিট সময় থাকে আর দ্বিতীয় দিন ওজনের জন্য পনেরো মিনিট সময়সীমা থাকে। এই সময়ের মধ্যে যতবার ইচ্ছে ওজন পরীক্ষা করা হয়। এছাড়াও খেলোয়াড়দের সংক্রামক রোগের কোনো লক্ষণ আছে কিনা তা পরীক্ষা করা হয়। সাথে হাতের নখ ছোটো করে কাটা কিনা তাও দেখা হয়।

এই সব পরীক্ষায় পাশ করলে তবেই খেলার অনুমতি পাওয়া যায়। তাই আজ খেলতে নামার আগে শেষ ওজন পরীক্ষার সময় বিনেশ ফোগাটের মাত্র একশো গ্রাম ওজন বেশী হওয়ায় অলিম্পিকের পঞ্চাশ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল থেকে থেকে বাদ পড়লেন। কিন্তু তিনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, সাধারণত বিনেশ ফোগাট ৫৩ কেজি বিভাগে লড়াই করেন। এবার পঞ্চাশ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। আর এর জন্য গতকাল রাতেরবেলা না ঘুমিয়ে সারারাত জগিং, স্কিপিং ও সাইক্লিং করেছেন।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram