নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ বর্ধমানের নবাবহাট মোড়ের দুই নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা উত্তপ্ত হয়ে উঠলো।
প্রত্যক্ষদর্শীদের মতে জানা গিয়েছে, ওই সাইকেল আরোহী জাতীয় সড়কে ওঠার সময় দুর্গাপুরগামী একটি তেল ট্যাঙ্কার তাকে ধাক্কা মারতেই ওই সাইকেল আরোহীর দুর্ঘটনাস্থলেইমৃত্যু হয়। এরপর রাস্তায় থাকা একের পর এক মোটর বাইকে ভাঙচুর করার পাশাপাশি ট্র্যাফিক পুলিশের কয়েক জন কর্মীকেও বেধড়ক মারধর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereএমনকি অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হলে উত্তেজিত জনতার অভিযোগ, ‘‘এখানে ট্র্যাফিক পুলিশ কর্মীরা ইচ্ছেমতো তোলা তোলেন। ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজ করেন না। তাই পথ দুর্ঘটনার দায় তাদের। আর এই কারণে ট্র্যাফিক পুলিশ কর্মীদের মারধর করা হয়।’’
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় এক জন পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আর কত জন পুলিশ কর্মী আহত হয়েছে তা এখনও বলা সম্ভব নয়। তবে ঘাতক তেল ট্যাঙ্কারটিকে আটক করে এলাকায় অশান্তি থামিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এর সাথে সাথে সাথে পলাতক চালক ও খালাসির তল্লাশি শুরু করা হয়েছে।