নিজস্ব সংবাদদাতাঃ হিমাচলপ্রদেশঃ হিমাচলপ্রদেশে মেঘ ভাঙা বৃষ্টিতে রাজ্য জুড়ে ধস নেমেছে। পাহাড়ি এলাকায় বহু বাড়ি সহ দোকান ভেঙে পড়েছে। মৃত্যুও হয়েছে ২ জনের। এর মধ্যেই খাদে সিমলা-কালকা জাতীয় সড়ক সংযোগকারী একটি উড়ালপুলের একটি বড়ো অংশ ভেঙে পড়েছে। যার জেরে সিমলা থেকে কালকা যাওয়ার ওই রাস্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সোলান এলাকায় উড়ালপুলের উপর দিয়ে দু’টি ট্রাক দু’দিক থেকে আসছিল। এই উড়ালপুলটি চার লেনের জাতীয় সড়কের মূল সংযোগকারী। এদিকে যখন এই দু’টি ট্রাকের মুখোমুখি দূরত্ব ১৮ থেকে ২০ ফুট ঠিক তখনই মাঝখানের রাস্তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।
যদিও একটুর জন্য এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আপাতত জাতীয় সড়কের সংযোগকারী ওই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে কুলু ও মাণ্ডি এলাকার পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠেছে।