নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ-সহ সিকিম, ধস নেমেছে একাধিক জায়গায়। তাই বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হল রাজ্য থেকে সিকিম যাওয়া লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।
গত কয়েক দিন ধরেই সিকিম- সহ উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমেছে পাহাড়ে। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। সোমবারই জানা গিয়েছিল একটি গ্রামের পর পর আটটি বাড়ি ধসে গিয়েছে। সেই ঘটনায় প্রাণ গিয়েছিল তিন জনের, নিখোঁজ বহু মানুষ। সিকিম জুড়ে এখনও চলছে উদ্ধারকাজ। ভাঙা বাড়ির নীচে অনেকেরই আটকে থাকার আশঙ্কা রয়েছে। সিংতামে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে, সেই ধসের ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয়সড়ক।
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্য থেকে সিকিম যাওয়ার জন্য ১০ নম্বর জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। সেই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। জাতীয় সড়কের দুই ধারে গাড়ির লম্বা লাইন, এর ফলে পর্যটকেরা কী ভাবে যাবেন বা আসবেন তা ভেবে পাচ্ছেন না। ধস সরানোর কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। যদিও কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্য়ম জানিয়েছেন, ১০ নম্বর জাতীয় সড়ক বাংলার দিক থেকে খোলা রয়েছে, যান চলাচলও অব্যাহত রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here