নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ ধসের জেরে আবারও দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছে। শনিবার ভোরবেলা সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার একটি বড়ো অংশের উপর ধস নামে। ফলে ওই সড়কে যান চলাচল আপাতত সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে। যেভাবে বড়ো আকারের পাথর রাস্তায় পড়েছে, তাতে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলে স্থানীয় প্রশাসন মনে করছে।
শুক্রবার মধ্যরাত থেকেই পাহাড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হচ্ছে। যার জেরেই এই ধস নেমেছে। আর জাতীয় সড়কের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধস না সরানো হলে ক্ষয়-ক্ষতির হিসাব পাওয়া যাবে না বলে প্রশাসন অনুমান করছে। এই দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছোনোর প্রধানতম রাস্তা। ফলে এই সড়ককে সিকিমের ‘লাইফলাইন’ বলা হয়ে থাকে। তাই এই সড়ক বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়বেন।
কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিকল্প রাস্তা হিসাবে লাভা ও গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাতে খানিক ঘুরপথে এবং অতিরিক্ত সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছোতে হবে। উল্লেখ্য, টানা বৃষ্টির জন্য বিগত কয়েক দিনে বার বার দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামে। সম্প্রতি শ্বেতীঝোড়ার কাছে রাস্তার ভাঙা অংশ পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর গর্ভে তলিয়ে গিয়েছিল। এমনকি, রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা যায়। যার কারণে পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করেন।
Sponsored Ads
Display Your Ads Here