নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগরের দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সিদ্ধার্থ ঘোষের স্ত্রী অপর্ণা ঘোষের নামে আবাস তালিকায় দুই বার নাম রয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে।
ওই পঞ্চায়েতের বিজেপি সদস্য অশোক ঘোষের অভিযোগ, ‘‘অর্পণা ঘোষের নাম আবাস তালিকায় দুই বার এসেছে। ওর বাবার ভালো নাম দর্শন ঘোষ, ডাক নাম গ্যাঁড়া ঘোষ। আবাস তালিকায় দুটো নামই রয়েছে। অর্পণার বাপের বাড়ি আমার এলাকা চৌগাছাতেই। আর সিদ্ধার্থের বাড়ি হাঁসাডাঙাতে। দুর্নীতির এর থেকে বড়ো প্রমাণ আর কি হতে পারে!’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে সিদ্ধার্থবাবু যদিও জানান, ‘‘এসবের কিছু জানা নেই। তালিকা তো আমি তৈরী করিনি। যারা তালিকা তৈরী করেছেন, সেই আধিকারিকদের এই দায়। আমি আজ অবধি কোথাও আবেদন করিনি। কিন্তু আমার নাম এল কেন? এ তো ষড়যন্ত্র। আর এলাকায় তিন জন অপর্ণা ঘোষ রয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘‘সিদ্ধার্থ এই খবর শোনার পরেই স্ত্রীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দু’দফায় আবেদন জানিয়েছেন। এরপরেও অর্পণার নাম তালিকায় রেখে পঞ্চায়েত ভোটের আগে এক শ্রেণীর লোকজন তৃণমূলকে কালিমালিপ্ত করতে চাইছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
অপর্ণা দেবী অবশ্য দাবী করেন, ‘‘বাবার নাম একটাই, কোনো ডাকনাম নেই। আর আমাদের পাকা বাড়ি ছিল না। এর নিরিখে আমাদের ঘর এসেছিল। পরে তালিকা থেকে নাম কাটানোর জন্য পাল্টা আবেদন হয়েছে। আমি জানিও না যে আমার নামে দু’টি ঘর এসেছে।’’
