নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালে হাওড়ার উলুবেড়িয়ায় কালীনগর ফারুক সাহেব মোড়ে বালির স্তূপের নীচে এক তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ব্যক্তির নজরে পড়ে যে বালির স্তূপের নীচে কেউ চাপা পড়ে আছে। এরপর আশেপাশের সকলকে খবর দিতে তারা ছুটে এসে বালি সরিয়ে দেখেন এক অচেনা তরুণীর নিথর দেহ অবস্থায় পড়ে আছে।
কিন্তু কয়েকজন এলাকাবাসী জানান, গভীর রাত অবধি ওই তরুণীকে রাস্তার পাশের একটি দোকানে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। আবার কেউ কেউ বলেন যে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘুরে ঘুরে বেড়াতেন। ফলে ওই তরুণীর মানসিক ভারসাম্যহীতার সুযোগ নিয়েই তার উপর শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে।
এলাকাবাসীদের অনুমান, ওই তরুণীকে ধর্ষণের পর খুন করে মৃতদেহ সরিয়ে ফেলার জন্য বালির নীচে চাপা দেওয়া হয়েছিল।
উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।