নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ইটাহার থানার জয়হাট গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙি এলাকায় কালভার্ট থেকে ত্রিশ কিলোমিটার দূরে শ্রীমতী নদী থেকে তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুব্রত দেবনাথ ওরফে বাপন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সুব্রতবাবু গৃহশিক্ষক ছিলেন। একটি বিমা কোম্পানীর এজেন্ট ছিলেন। আবার এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার রাতে খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সারারাত বাড়ি ফেরেননি। এদিন বাসিন্দারা নদীতে ক্ষত-বিক্ষত নগ্ন মৃতদেহ দেখতে পান। এরপর ইটাহার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের অভিযোগ, “কেউ বা কারা খুন করেছে।” পাশাপাশি পরিবারের তরফে দোষীর শাস্তির দাবী করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন। পঞ্চায়েতের তৃণমূল প্রধান রফিকউদ্দিন শেখ জানান, “দোষীরা যাতে কঠোর শাস্তি পায়, তার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছি।”