নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার শান্তিপুরে সাহেব ডাঙ্গা মধ্যপাড়া এলাকায় রাস্তায় ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহের একাধিক অংশে মারাত্মক আঘাতের চিহ্ন সহ মাথার একাংশ রক্তাক্ত ছিল। মৃতের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫ বছর। বাড়ি শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের মিদ্দে পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হাসিমকে কে বা কারা ফোন করে ডাকেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতেরবেলা আর বাড়িতে ফেরেনি। সকালবেলা বাড়ির পাশে রাস্তার উপরে তার ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে শান্তিপুর থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এদিন শান্তিপুর থানার বিশাল বাহিনীর সাথে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। প্রতিবেশীদের দাবী, “এটি পরিকল্পনা মাফিক খুন।” আর অভিযুক্তদের কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি পুলিশ পড়ে থাকা মৃতদেহের অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেন। এছাড়া কে বা কারা কি উদ্দেশ্যে এই খুন করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here