নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল গভীর রাতেরবেলা মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার অন্তর্গত বাগডাঙা পঞ্চায়েতের বড়বাজারে পর পর বেশ কয়েকটি দোকানে আগুন ধরে যায়। যা দেখেই বাসিন্দারা ছুটে আসেন। আর দোকানের মালিকদের কাছেও খবর যায়। পাশাপাশি দমকল ও পুলিশ বাহিনীকে খবর দেওয়া হলে দমকল কর্মী এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর দমকল কর্মীরা একটি ইঞ্জিনের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই এই আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ক্ষতিগ্রস্তদের দাবী, “দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সাথে যুক্ত। তবে ডোমকল ব্লক তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে জানা যাচ্ছে, ডোমকল বিধানসভার বড়বাজারে মোজাম্মেল মণ্ডল সহ কয়েক জন সব্জির দোকান চালান। চলতি বছর লোকসভা ভোটের আগে তারা তৃণমূল ত্যাগ করে বাম-কংগ্রেস জোটে যোগ দিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু দলত্যাগের পর থেকেই তাদের নানা ভাবে ভয় দেখানো হচ্ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তথা জোট সমর্থক ইব্রাহিম আলি জানান, ‘‘যখন তৃণমূল ছেড়ে জোট প্রার্থীকে সমর্থন করি তখন থেকেই একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছি। অনেক দিন ধরে দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি শুনছি। পুলিশে অভিযোগ জানিয়েছি। দেখি প্রশাসন কি করে।’’ স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা বাবু মণ্ডল বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ করছে। বাম-কংগ্রেস জোটের ওই সমর্থকদের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।’’