নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রচণ্ড তাপপ্রবাহকে সঙ্গী করেই রাজনৈতিক নেতা-নেত্রীরা প্রচার চালাচ্ছেন। কিন্তু এই আবহে অনেকেই অসুস্থ হচ্ছে। আজ হুগলীর তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হয়। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, বিধায়ক তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র ছিলেন।
বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার অবধি হুডখোলা গাড়িতে জনসংযোগ যাত্রা চলে। কিন্তু এই তীব্র দাবদাহে আচমকা আদিত্য নিয়োগী অসুস্থ হয়ে পড়লেন। এরপর দ্রুত তাঁকে তপন দাশগুপ্তর গাড়িতে করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here