নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ প্রথমে হুমকি, পরে মুম্বই জুড়ে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে এই উড়ো ফোন এসেছিল। হুমকিতে বলা হয়েছে, ‘চৌত্রিশ জন চারশো কেজি আরডিএক্স নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। তারা ৩৪টি গাড়িতে বোমা রেখেছে। এই ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর কাঁপিয়ে দেওয়া হবে। আর ১ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বইয়ে প্রবেশ করেছে বলে দাবী করা হয়।’
মুম্বই পুলিশের তরফে জানানো হয়, একটি উড়ো ফোন কলে পুরো শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শহর জুড়ে বোমা বিস্ফোরণের জন্য চারশো কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। লস্কর-ই-জিহাদি নামক একটি সংগঠন এই হুমকি দিয়েছে। অনন্ত চতুর্দশীতে এই বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চৌত্রিশটি গাড়িতে চৌত্রিশ জন মানব বোমা থাকবে। এই বিস্ফোরণে এক কোটি মানুষের মৃত্যু হবে, এমনটাই হুমকি বার্তায় বলা হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ সমগ্র রাজ্যে নিরাপত্তা বাড়িয়েছে। এদিকে, গত সোমবার ৪৩ বছর বয়সী রুপেশ মাধুকর রানপিসে নামক এক জন ব্যক্তিকে রেলস্টেশন উড়িয়ে দেওয়ার জন্য মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়।