নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সাত বছর পর সাংসদদের বেতন বাড়ানো হলো। পাশাপাশি পেনশন ও দৈনিক ভাতাও বাড়ানো হয়েছে। অতিরিক্ত পেনশনও পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সাংসদদের বেতন বৃদ্ধি করা হবে বলে ২০১৮ সালে সিদ্ধান্ত নিয়েছিল। আজ কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে।
এদিন বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এই বর্ধিত বেতন ২০২৫ সালের ১ লা এপ্রিল থেকে কার্যকর করা হবে। অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা, তা সাংসদদের এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই পরিবর্তন সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন আইন, ১৯৫৪ অনুযায়ী করা হয়েছে।” আয়কর আইন, ১৯৬১ তে উল্লিখিত মূল্য সূচকের ভিত্তিতে প্রয়োগ করা হয়েছে।”
বর্তমানে সাংসদদের মাসিক বেতন ১ লক্ষ টাকা। তা বাড়িয়ে ১ লক্ষ ২৪ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে সাংসদদের দৈনিক ভাতা ২ হাজার টাকা। সেটা বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়াও বর্তমান ও প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন ২৫ হাজার টাকা। এবার সেটা বাড়িয়ে ৩১ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, প্রাক্তন সাংসদদের অতিরিক্ত পেনশনও (পাঁচ বছরের বেশী সাংসদ থাকলে যে টাকা দেওয়া হয়) বাড়ানো হয়েছে। প্রতি বছর অতিরিক্ত পেনশন ২ হাজার টাকা থেকে বাড়িয়ে দিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
পাশাপাশি প্রতি বছরে চৌত্রিশ বার সাংসদ এবং তাদের পরিবারের সদস্যরা দেশের মধ্যে বিমানে প্রথম শ্রেণীতে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। এর সাথে সড়কপথে যাতায়াত করলে জ্বালানীর খরচও পান। সেই সাথে বছরে পঞ্চাশ হাজার ইউনিট বিদ্যুৎ ও চার হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান। আর সাংসদ থাকাকালীন বিনামূল্যে দিল্লিতে বাড়ি পান। সিনিয়রিটি অনুযায়ী সাংসদদের বাংলো, অ্যাপার্টমেন্ট এবং হস্টেলে থাকার ব্যবস্থাও রয়েছে।