নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দুপুরবেলা ১টা ২০ মিনিট নাগাদ দিল্লির বিডি মার্গের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ওই আবাসনের উপরিতলে আগুন লাগে। ওই আবাসনে রাজ্যসভার অনেক সাংসদের ফ্ল্যাট রয়েছে। এই ঘটনায় বহুতলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
এই বহুতল সংসদ ভবন থেকে দু’শো মিটার দূরে রয়েছে। অগ্নিকাণ্ডের পর শীঘ্র দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তৃণমূল সাংসদ সাকেত গোখেল আগুন লাগার ঘটনাটি সম্পর্কে এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে লিখেছেন, ‘‘আধ ঘণ্টা হয়ে গেল দমকলের দেখা নেই। আগুন বাড়ছে। বার বার দমকলকে ফোন করা হচ্ছে।’’ এছাড়া দিল্লি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বহুতলটির উদ্বোধন করেন।
Sponsored Ads
Display Your Ads Here