Indian Prime Time
True News only ....

প্রশাসনের নির্দেশে কাশীপুর সেতু থেকে ঘুরপথে চলবে বাস

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

বাপি রায়ঃ কলকাতাঃ ১৯৩৪ সালের তৈরী হওয়া কলকাতার কাশীপুর সেতু আগেও ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ ছিল। প্রায় দু’বছর ধরে লরি সহ ভারী যান চলাচলে রাশ টানা হয়েছিল। এবার গত ৯ ই জুলাই থেকে প্রশাসনের তরফ থেকে যাত্রীবাহী বাসের জন্যও এই সেতু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে ২৪২ ও ৪৩ নম্বর বাসের যাত্রাপথ বদলে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের পর কাশীপুর রাস্তা দিয়ে দক্ষিণ থেকে উত্তরমুখী আসা বাসগুলিকে পিকে মুখার্জি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর কাশীপুর রোড ধরে চিৎপুর দিয়ে যাওয়া দক্ষিণমুখী বাসগুলিকে খগেন চ্যাটার্জি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ওই বাসগুলি চিড়িয়ামোড় হয়ে বিটি রোড ধরে লক গেট ফ্লাইওভার ধরবে। আপাতত ভোরবেলা ৫ টা থেকে দুপুরবেলা ১ টা অবধি এই নিয়মে ওই পথে বাস চলাচল করবে। আবার দুপুরবেলা ১ টা থেকে ভোরবেলা ৫টা পর্যন্ত ওই রুটের বাসগুলিকে খগেন চ্যাটার্জি রোড ধরে চিড়িয়ামোড় এবং পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোডে বাস চলাচল করবে।

 আগামী নির্দেশিকা না আসা অবধি ২৪২ এবং ৪৩ নম্বর রুটের বাস এভাবেই কাশীপুর সেতু এড়িয়ে চলবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored