আত্মঘাতী গৃহবধূর মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ পরিবার
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের বাগদুয়ার এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মঘাতী হলো।
জানা যায়, নাবালিকা ওই মৃতা গৃহবধূর নাম অনিতা মূর্মু বয়স। বয়স ১৭ বছর।
পরিবার সূত্রানুযায়ী খবর, দুদিন আগে অনিতা গলায় ফাঁস লাগিয়ে গুরুতর অসুস্থ হয়। প্রথমে অসুস্থ হয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরবর্তীতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এরপরই গতকাল উন্নত চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হলে রাতের বেলা রায়গঞ্জ নিয়ে যাওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।
অনিতার শ্বশুরবাড়ির মানুষজনদের দাবী, “কোনো পারিবারিক অশান্তি ছিল না”। কিন্তু এই আত্মহত্যার কারণ সকলেরই অজানা। বংশীহারী থানার পুলিশ মৃতদেহটি বালুরঘাট জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।