অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার নবপল্লি এলাকায় ঘরের দরজা ভেঙে দো’তলা থেকে উদ্ধার মা ও ছেলের পচাগলা দেহ। এছাড়া ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। মৃত মা ৫২ বছর বয়সী শ্রাবণী পাল এবং ছেলে ২৮ বছর বয়সী সন্দীপ পাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা শ্রাবণী দেবী ও সন্দীপ ছ’মাস আগে ওই বাড়িতে ভাড়া আসেন। পাড়ায় কারোর সাথে কথা বলতেন না। বৃহস্পতিবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তখন এক জন আত্মীয়ও সেখানে হাজির হয়ে জানান, কিছুতেই ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি।
এরপর এলাকার বাসিন্দারা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশের কাছে জানালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দোতলায় গিয়ে দেখেন, মায়ের দেহ অসাঢ় হয়ে বিছানায় পড়ে আছে। আর ছেলের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। দু’টি দেহেই পচন ধরে গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কয়েক দিন আগেই শ্রাবণী দেবী এবং সন্দীপের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপের মানসিক সমস্যা ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। যদিও আর্থিক অথবা অন্য কোনো সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।