নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের লোকো কলোনী এলাকায় মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে খুন হলেন শাশুড়ি। অভিযুক্ত জামাই হলেন শেখ ফিরোজ। আর মৃতের নাম আজো রাউত। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ ফিরোজ শ্বশুরবাড়িতে এসে পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে মারধর করছিল। আর তাকে শাশুড়ি আজো রাউত বাঁচাতে গেলে জামাই তাকেও মারধর করে বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আজো রাউতকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ফিরোজকে গ্রেফতার করেছেন। আজ অভিযুক্ত ফিরোজকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here