নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের জামবনি থানার অন্তর্গত গিধনির জঙ্গলে ৪ বছর বয়সী শিশুর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনার এক মাস পর জামবনি থানার পুলিশ মৃত শিশুর মাকে গ্রেপ্তার করেছে। মৃত শিশুর নাম সাগেন হেমব্রম। আর মা লক্ষ্মী হেমব্রম।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারী মাসে লক্ষ্মীর স্বামী মঙ্গল হেমব্রম মারা যাওয়ার পর থেকে পারিবারিক অশান্তি লেগেই থাকত। ফলে ডুমুরিয়া থেকে মানিকপাড়ার ঠাকুরথান গ্রামে বাবার বাড়িতে চলে যান। এরপর ১০ ই নভেম্বর ছেলেকে নিয়ে গিধনি এলাকার জঙ্গলে গিয়ে সাগেনকে ছেলেকে বিষ খাইয়ে ফেলে চলে যান।
Sponsored Ads
Display Your Ads Here
আর ১৪ ই নভেম্বর পুলিশ এলাকাবাসীদের থেকে খবর পেয়ে চার বছরের শিশুর দেহ উদ্ধার করে ঝাড়়গ্রাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে স্কুলের ব্যাগ সহ বেশ কিছু বই ও জামা-কাপড় উদ্ধার হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরেই মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা এলাকার বড়াই থেকে অভিযুক্তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারায় মামলা দায়ের করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
লক্ষ্মী পুলিশী জেরায় সব কিছু সবীকার করে নিয়েছে। গতকাল লক্ষ্মীকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছিল। বিচারক তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন। কিন্তু ছেলেকে এইভাবে খুন করা হলো কেন তা নিয়ে লক্ষ্মীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।