নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ আজ বেঙ্গালুরুর নাগাভারা এলাকায় মেট্রোর একটি নির্মীয়মাণ স্তম্ভ ভেঙে পড়ায় প্রাণ হারালেন এক মহিলা সহ তার ৩ বছর বয়সী সন্তান। আর গুরুতর আহত হয়েছেন মহিলার স্বামী ও অন্য এক জন সন্তান।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বাইকে করে যাওয়ার সময় ৪০ ফুট দীর্ঘ মেট্রোর একটি স্তম্ভ তেজস্বিনী নামে ওই মহিলা, তার স্বামী লোহিত এবং যমজ সন্তানের উপর ভেঙে পড়ে। এরপর দ্রুত চার জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হলে তেজস্বিনী এবং তার ছেলে মারা যায়। আপাতত লোহিত ও তার মেয়ের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, লোহার রডের তৈরী স্তম্ভটির ওজন কয়েক টন। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করেছেন। এর পাশাপাশি বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের গাফিলতি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এলাকাবাসীরা পুরসভার বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন।