পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আবারও শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। আজ শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের উত্তর রাধানগর স্টেশনে যাত্রীরা ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর পাশাপাশি কামরা বাড়ানোর দাবীতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
জানা গেছে, এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে শতাধিক যাত্রী ট্রেন সহ রেলের কামরা বৃদ্ধি করার দাবীতে রেল লাইনের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এর জেরে ওই শাখার আপ-ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে। জিআরপি ও রেল আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন।
এক জন বিক্ষোভকারী জানান, “আমরা চাই আমাদের ট্রেন যেমন ছিল তেমন থাক। লেডিজ কামরা বাড়ানোর প্রয়োজন হলে একটা বগি অতিরিক্ত করুক। অতিরিক্ত ট্রেন দিক। আর যতক্ষণ না সরকার আমাদের এই দাবী মানবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ করব।” উল্লেখ্য, গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার দক্ষিণ বারাসাত স্টেশনে বড়ো অংশের যাত্রীদের লেডিজ কামরা বৃদ্ধি করার প্রতিবাদে রেল অবরোধ করতে দেখা গিয়েছিল। যার ফলে সাতসকালেই বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।