ব্যুরো নিউজঃ দক্ষিণ কোরিয়াঃ বিভিন্ন দেশেই করোনার দাপট ধীরে ধীরে কমেছে। তাই জীবনযাপনও স্বাভাবিক ছন্দে ফিরেছে। কিন্তু গত কয়েকদিন থেকে ফের বিশ্বের একাধিক দেশ থেকে সংক্রমণের খবর আসতে শুরু করেছে। চিন ও ইউকের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও করোনার গ্রাফ উর্ধ্বমুখী।
গতকাল দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লক্ষ ২১ হাজার ৩২৮ জন। আর মৃত্যুর সংখ্যা ৪২৯ জন। একদিনে একলাফে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে। ৪ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বেশীর ভাগ ক্ষেত্রেই স্থানীয়ভাবেই সংক্রমণ ছড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereগতকালই দক্ষিণ কোরিয়ায় সব থেকে বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। এর জেরে প্রশাসনের তরফ থেকেও ইতিমধ্যেই ওই দেশে দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এক জায়গায় যাতে ছ’জনের বেশী মানুষের জমায়েত না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে।
গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচীব রাজেশ ভূষণ, ফার্মা সচীব এবং কেন্দ্রের স্বাস্থ্য সংক্রান্ত প্রধান পরামর্শদাতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা নিয়েও আলোচনা করা হয়।
