নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ যেন বোমার আঁতুর ঘর। মুর্শিদাবাদে দু’টি থানা এলাকা থেকে পঞ্চাশটির বেশী বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার রানিতলা থানার অন্তর্গত এলাকার একটি পুকুর পাড় থেকে ত্রিশটি সকেট বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, ডোমকল থানা সংলগ্ন এলাকায় রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকে পঁচিশ সকেট বোমা উদ্ধার হয়েছে।

পুলিশ ও বোমস্কোয়াড এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আর বোমাগুলিকেও নিস্ক্রিয় করেছে। কিন্তু একদিকে যখন দুয়ারে নির্বাচন সেই আবহে এত পরিমাণ বোমা উদ্ধার পুলিশ কর্মীরা মোটেই ঠিক চোখে দেখছেন না। আপাতত এই ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেফতার হয়নি। তবে তদন্ত চালানো হচ্ছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









