চয়ন রায়ঃ কলকাতাঃ আবার কয়লা পাচার তদন্তে ইডি (ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট) রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে। ইসিএল আধিকারিকের গ্রেফতারীর পর মলয় ঘটকের বিরুদ্ধে কয়লা পাচারের তদন্তে নামা হয়।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৩ শে মার্চ, বৃহস্পতিবার তাঁকে দিল্লিতে যেতে বলা হয়েছে। কিন্তু মলয় ঘটক জানান, “তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কোনো চিঠিও পাননি।” তবে আগেও একাধিক বার মলয় ঘটককে কয়লা পাচার কাণ্ডে তলব করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি গত বছরের সেপ্টেম্বর মাসে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কলকাতা থেকে আসানসোল মলয় ঘটকের একাধিক ঠিকানায় হানা দেয়। এছাড়া কলকাতার ডালহৌসির সরকারী আবাসনে গিয়েও তল্লাশির পাশাপাশি টানা জেরাও করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কোনোবারই মলয় ঘটক দিল্লিতে যাননি। মলয় ঘটকের সাথে সাথে তাঁর আপ্ত সহায়ক শঙ্কর চক্রবর্তীকেও ২৩ শে মার্চ ডাকা হয়েছে। এছাড়া আসানসোল পুর নিগমের বেশ কয়েক জন কাউন্সিলারকেও ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে শঙ্কর চক্রবর্তীর স্ত্রী দীপা চক্রবর্তী বলেন, ‘‘আমাদের কাছে এমন কোনো নোটিশ আসেনি। আর এখন তিনি অসুস্থ।’’
Sponsored Ads
Display Your Ads Here