নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ দেশ জুড়ে তৃতীয় দফার নির্বাচন। আর এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাম প্রার্থী মহম্মদ সেলিম গোপীনাথপুরে ছত্রিশ নম্বর বুথে এক ভুয়ো এজেন্ট ও ভোটারকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর গ্রামের ভিতর ঘুরে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। এছাড়া ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য আশ্বস্ত করেন। কিন্তু মহম্মদ সেলিম গ্রামের ভিতরে ছুটে যেতেই তৃণমূল কর্মীদের একাংশ তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ শ্লোগান দেন।
এদিকে হিটলার সরকার নামে এলাকার এক জন তৃণমূল অভিযোগ করে জানান, “আমায় মহম্মদ সেলিম সাংবাদিকদের সামনে মেরেছেন। আমার কলার ধরে টেনেছেন। ওঁকে গ্রেফতার করতে হবে।” অন্যদিকে মহম্মদ সেলিম এই প্রসঙ্গে বলেন, “ফর্ম চুরি করে আমার এবং নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছেন। এই চুরিটা প্রথম শুনলাম। তাঁদের গ্রেফতার করতে বলছি। কিন্তু সেক্টর অফিসার গ্রেফতার করছেন না!” অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে মহম্মদ সেলিমকে ধাক্কাধাক্কি করার অভিযোগও উঠেছে।