প্রবল বৃষ্টিতে বির্পযস্ত মোদী রাজ্য

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ একটানা বৃষ্টিতে গুজরাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। রবিবার রাতেরবেলা থেকেই খেড়া, নভসারি ও আমেদাবাদ ইত্যাদি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুধু আমদাবাদেই ২১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ফলে নদী-নালা উপচে একাধিক জেলা ভাসছে। স্বাভাবিক জনজীবন একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। রাস্তা জলে ডুবে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হয়েছে। পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় চারটি যাত্রীবাহী ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। একতা নগর এলাকায় রেলপথ সম্পূর্ণ ডুবে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১ লা জুন থেকে চলা বৃষ্টি, বজ্রাঘাত, দেওয়াল চাপা পড়ার মতো ঘটনায় মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু বৃষ্টি ও বন্যাজনিত কারণে আরো সাত জনের মৃত্যু হয়েছে।


গুজরাতের বিপর্যয় মোকাবিলা বিভাগের মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী জানান, “জলবন্দি ন’হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৪৬৮ জনকে উদ্ধার করা হয়েছে।”


আইএমডির পূর্বাভাস অনুযায়ী, প্রায় পাঁচ দিন এই বির্পযয় চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করে পরিস্থিতির খবরও নিয়েছেন। পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031