কৃষকদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা করলো মোদী সরকার

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বছরের প্রথম দিনেই কৃষকদের জন্য বড় উপহার মোদী সরকারের। কৃষকদের সুবিধার্থে এক গুচ্ছ ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কৃষকদের সস্তায় রাসায়নিক সার দিতে বরাদ্দ যেমন বাড়ানো হল, তেমনই সারের দামও নির্ধারণ করে দেওয়া হল।

প্রসঙ্গত, পাঞ্জাব ও হরিয়ানায় লাগাতার চলছে কৃষক আন্দোলন। চলতি সপ্তাহেই পঞ্জাব জুড়ে অবরোধ চলছিল। তার প্রেক্ষাপটে বছরের প্রথম দিনে মোদী সরকারের বড় ঘোষণা। এ দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠক হয়। সেখান থেকেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা ডি-অ্যামোনিয়াম ফসফেটের যোগান থাকে, তা নিশ্চিত করতে নতুন করে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া ডিএপি সারের দামও বেঁধে দেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তার দাম পড়বে ১৩৫০ টাকা।


আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। খোলা বাজারে রাসায়নিক সারের (DAP) ৫০ কেজি বস্তার দাম ৩০০০ টাকারও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন‍্যই এই সারের দাম বেঁধে দেওয়া হল। অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি বরাদ্দ বেড়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায়। বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হল ৬৯,৫১৫ কোটি টাকা। এর মধ্যে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন‍্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি টাকা।


বর্তমানে ২৩টি রাজ‍্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ফসল বিমা যোজনা চালু রয়েছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে ৮২৪.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হল। কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবি পথে নেমেছেন কৃষকরা। এমএসপি-র দাবি এখনও সম্পূর্ণভাবে পূরণ না হলেও, সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031