অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
 
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বরং কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা তিন ডিগ্রী থেকে ৫ ডিগ্রী অবধি বাড়তে পারে।
Sponsored Ads
Display Your Ads Here 
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আগামী ৬ ই মে অর্থাৎ শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। রবিবার তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর মঙ্গলবার শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনে পরিণত হতে পারে।’’
Sponsored Ads
Display Your Ads Here 
আবহবিদদের একাংশ বলেন, ‘‘অতীতে অনেক ক্ষেত্রেই বঙ্গোপসাগরে তৈরী হওয়া সাইক্লোন শেষ অবধি ওড়িশা বা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যার জন্য ইতিমধ্যেই ওড়িশাতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছিলেন। ঘূর্ণিঝড় হলে ত্রাণ এবং উদ্ধারকাজ যেন শীঘ্র শুরু হতে পারে সেদিকেও জোর দেওয়ার কথা বৈঠকে আলোচনা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here 
				
 
				 
								 
															













