নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নিজের বিধানসভা কেন্দ্রেরদেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে বেরিয়ে নর্দমায় পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেলেন।
জানা যায়, অসিত মজুমদার ব্যান্ডেল কলাবাজার এলাকায় স্থানীয় অভাব-অভিযোগের কথা শোনার সময় হঠাৎ নর্দমার স্ল্যাব ভেঙে পড়ে যান। আর পা নর্দমার ওই ভাঙা অংশে ঢুকে যায়। এরপর সাথে সাথে তাঁর নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে ধরে ফেলেন। এছাড়া দলের কর্মীরাও দৌড়ে আসেন। তারপর আরো কিছুক্ষণ পা ফোলা অবস্থায়জজনসংযোগ সারেন। কিন্তু পা ফোলার সাথে সাথে যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় মাঝপথেই জনসংযোগ থামিয়ে ব্যান্ডেলে এক জন অস্থিরোগ বিশেষজ্ঞের কাছে যান। সেখানে গিয়ে এক্সরে করে জানতে পারেন, পায়ের ওই অংশের হাড়ে চিড় ধরেছে।
পরে ঘটনার বিবরণ দিয়ে অসিত মজুমদার জানান, “দেবানন্দপুর এলাকায় অবৈধ জলের সংযোগ রয়েছে। দশটা জল চুরির কেস রয়েছে। দু’টি পাম্প ধরেছি। মানুষজন জল পাচ্ছেন না অভিযোগ তুলে জড়ো হয়েছিলেন। তাদের অভাব-অভিযোগ শুনছিলাম। হঠাৎ একটি ড্রেনের উপরে থাকা স্ল্যাব ভেঙে পড়ে যাই। চিকিৎসক ওষুধ দিয়ে আপাতত এক মাস বিশ্রাম নিতে বলেছেন।”
প্রসঙ্গত, অসিত মজুমদার নভেম্বর মাস থেকে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচী শুরু করেছেন। গত লোকসভা নির্বাচনে হুগলী লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া বিধানসভা এলাকার যে সমস্ত অংশে শাসকদল পিছিয়ে ছিল, মূলত সেখানে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনছেন। এর আগে একাধিক এলাকায় জনসংযোগে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তবে অসিত মজুমদার অবশ্য বার বারই বলেছেন, ‘‘ওগুলি ক্ষোভ নয়, বরং তাঁকে সামনে পেয়ে মানুষ নিজেদের অভাব-অভিযোগের কথা জানাচ্ছেন।’’