হাওড়ায় ভোটের প্রচারে মহাগুরু

Share

অমিত জানাঃ হাওড়াঃ গতকাল জলপাইগুড়ির পর আজ ফের হাওড়ায় ভোটের প্রচারে ময়দানে নামলেন মিঠুন চক্রবর্তী। তাই জন্য হাওড়ার সাঁকরাইলে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

একুশে বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে এবার কোমর বেঁধে নামলো বিজেপি। বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তী হাওড়ার সাঁকরাইলে বিজেপির প্রার্থী প্রভাকর পন্ডিতের র‍্যালিতে যোগ দেন। চোখের সামনে মহাগুরুকে দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করেন।

https://www.youtube.com/watch?v=PsrvozR0bG4


ইতিমধ্যেই ভোটের দ্বিতীয় দফায় উত্তপ্ত নন্দীগ্রাম। সেখানে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে হাওড়ার সাঁকরাইলের রঘুদেববাটিতে মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিতের জন্যে ভোট চাইতে প্রচারে নামেন।

হেলিপ্যাডে সকাল ১১ টা নাগাদ অভিনেতা মিঠুন চক্রবর্তী নামেন। এরপর গাড়িতে যান। সেখান থেকে প্রভাকর পন্ডিতের সাথে গাড়িতে প্রচারে বের হন। জনমানুষের ঢলে রঘুদেববাটির রাস্তা ভরে যায়। গাড়ি থেকে অভিনেতা মিঠুন চক্রবর্তী হাত দেখাতে থাকেন। মিঠুন চক্রবর্তীর সমর্থনে করোনা ভুলে রাস্তায় গেরুয়া রঙে মেতে ওঠে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মানুষ। শুধু তাই নয় এই র‍্যালি মিঠুন চক্রবর্তীর ডিসকো ড্যান্সার গানে নাচে নাচে বাদ্যযন্ত্র ভরে উঠলো।


প্রসঙ্গত বিজেপির হয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার অভিযানে ছুটছেন। প্রচুর সাধারণ মানুষ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930