নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তার সাথে থাকা সবাই সুরক্ষিত আছেন।
এদিন তিনি বাঁকুড়ায় কর্মসূচী শেষ করে আসানসোল যাচ্ছিলেন। নিরাপত্তার জন্য আগে-পরে একাধিক গাড়ি ছিল। বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন মাথার মোড়ে আচমকাই মিঠুনের কনভয়ের সামনে একটি সাইকেল চলে আসে। আর মিঠুনকে বাঁচাতে গিয়ে কনভয়ের একেবারে সামনে থাকা গাড়িটি ব্রেক কষে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই গাড়ির পিছনে থাকা তাঁর গাড়ি গিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারে। একই সময় মিঠুনের গাড়ির পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িও মিঠুনের গাড়িতে ধাক্কা মারে। গাড়ি মেরামত করতে আসানসোল থেকে মিস্ত্রি ডেকে পাঠানো হয়। কিন্তু গাড়ি সম্পূর্ণ ঠিক করতে অনেকটা সময় লাগবে জেনে তিনি ওই ভাঙা গাড়িতেই চড়ে আসানসোলের দিকে যান।
Sponsored Ads
Display Your Ads Here
পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বুথস্তরের সংগঠনের অবস্থা কেমন তা জানতে এবার বিজেপি মিঠুনকে ময়দানে নামিয়েছে। গত বুধবার পুরুলিয়া দিয়ে রাঢ়বঙ্গ সফর শুরু হয়। আর ২৭ শে নভেম্বর অর্থাৎ রবিবার মিঠুনের সভা বোলপুরে।
Sponsored Ads
Display Your Ads Here