নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জিতেই ট্রফির মর্যাদাটাই ভুলে গেলেন মিচেল মার্শ। খেলোয়াড়েরা যে ট্রফি পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকেন সেখানে মিচেল মার্শ সেই ট্রফির উপর দিব্যি দু’পা তুলে ছবি তুলে দিলেন। আর দলের অধিনায়ক প্যাট কামিন্স এই গোটা ছবিটি ক্যামেরাবন্দি করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন।
।
সাধারণত খেলোয়াড়রা ট্রফিতে চুমু খায় কিন্তু এ যেন একেবারে উল্টো ছবি। যেখানে দেখা যাচ্ছে, ‘মিচেল মার্শ দাম্ভিক মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন। হাতে পানীয়ের বোতল রয়েছে। বাম হাত মুষ্টিবদ্ধ। ভাবখানা এমন, কেমন দিলাম!’ এই ঘটনায় ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।
তাঁর এই ধরণের আচরণ বা কথা-বার্তা অবশ্য নতুন নয়। বিশ্বকাপ ফাইনালের আগে মিচেল মার্শ ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, “ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। প্রথমে তারা ব্যাট করে ৪২০ রান করবেন। এরপর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন।”
কিন্তু যে দল এত ভালো খেলছে তাদের বিরুদ্ধে এই ধরণের কথার মানেও কি অতিরিক্ত আত্মবিশ্বাস নয়! আর যেখানে বিশ্বকাপ জিতে হেড, স্মিথ, কামিন্স, লাবুশেনরা আবেগে ভাসছেন, সেখানে মিচেল মার্শ যেন একেবারেই অন্য জগতের মানুষ। এছাড়া এমন নিন্দাযোগ্য কাজ করা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।