ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ পাইথনের পেট কাটতেই বেরিয়ে আসে হারানো স্ত্রীর দেহ। শোকে পাথর হয়ে যান আদিয়ান্সা নামের সেই ইন্দোনেশিয়ো যুবক। এক দিন হল নিখোঁজ ছিলেন তাঁর স্ত্রী সিরিয়াতি। অসুস্থ সন্তানের জন্য মঙ্গলবার সকালে ওষুধ কিনতে বেরিয়েছিলেন ৩৬ বছরের সিরিয়াতি। তার পর আর ফেরেননি।
স্বামী এবং আত্মীয়স্বজন তাঁকে খুঁজেই চলেছিলেন। পুলিশে খবর দেওয়া হয়। শেষমেশ ৩২ ফুট লম্বা এক পাইথনের পেট কেটে উদ্ধার হল সিরিয়াতির লাশ। ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রান্তে সিতেবা গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নামে। সূত্রের খবর, বাড়ির কাছেই স্ত্রীর চপ্পল এবং ট্রাউজারস খুঁজে পেয়েছিলেন বছর ত্রিশের আদিয়ান্সা। স্থানীয় পুলিশ অফিসার ইদুলের কথায়, “এর কিছুক্ষণ পরেই আদিয়ান্সা সাপটাকে দেখতে পায়। বিশাল বড়! বিশাল পেট! সাপটা তখনও বেঁচে। ওটাই গিলে খেয়েছিল সিরিয়াতিকে। এ নিয়ে এলাকায় দ্বিতীয়বার পাইথন মারা হল একই মাসে।”