নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ রক্তে ভাসছে খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম। স্টেশনে আসা মানুষজন ভয়ে শিউরে উঠেছেন। “।” আজ খড়গপুর স্টেশনে লোহার বিম শরীরের উপর পড়ে গিয়ে ৮ বছর বয়সী নাবালকের মৃত্যু হয়েছে। অনেকেই এই মৃত্যুতে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
রেল পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই খড়গপুর স্টেশনে ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজ চলছে। ওই কাজের সূত্রেই স্টেশনের পাঁচ নম্বর ও ছ’নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে একটি বিশাল লোহার বিম দাঁড় করানো ছিল। কিন্তু ওই নাবালক বিমটিকে ধরেই খেলছিল। এরপর হঠাৎ বিমটি তার শরীরের উপর পড়ে যায়। আর তাতেই নাবালক পিষ্ট হয়ে যায়। তারপর তড়িঘড়ি রেল পুলিশ নাবালককে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই নাবালকের পরিবার স্টেশন চত্বরেই থাকতেন।
উল্লেখ্য, ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫৫৪টি রেলস্টেশন সংস্কার করেছেন। সাতাশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই স্টেশনগুলির পুনর্নির্মাণে কোটি কোটি টাকা খরচ হবে। আর এই অমৃত ভারত প্রকল্পের অন্যতম হলো খড়গপুর স্টেশন। এই স্টেশনটিকেও ভেঙেচুড়ে নয়া ধাঁচে তৈরী করা হচ্ছে। যা উন্নতমানের প্রযুক্তিতে ব্যবহার করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here