অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে যে দলীয় বৈঠক করেছিল সেখানে মিমি ও নুসরাত অনুপস্থিত থাকায় মিমি এবং নুসরাতকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হলো।
দলীয় সূত্রে জানা গেছে, দলের নিয়ম-নীতি বজায় রাখতে দলীয় ক্রীয়াকলাপ যথাযথভাবে পালন করতে মিমি চক্রবর্তী ও নুুসরাত জাহানকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হলো।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মিমি চক্রবর্তী এবং নুুসরাত জাহানকে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। যথাযথ উত্তর না পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে”।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code