নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ অভিনব কায়দায় বেআইনী মদ পাচারের অভিযোগে দুই যুবককে মালদা জিআরপি গ্রেফতার করেছেন।
জানা যায়, ধৃত দুই জন যুবক আমের কার্টুনে ভরে বিহারে মদ পাচারের চেষ্টা করছিল। আর গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালে আমের পেটির নীচে বিভিন্ন কোম্পানীর ১৫ টি কার্টুন ভর্তি বেআইনী মদ উদ্ধার করা হয়। মাদক কারবারীরা এই মদগুলি পাটনা এক্সপ্রেসে করে পাটনা পাচার করার চেষ্টা চালাচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এছাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জন যুবকের নাম হলো ১৮ বছর বয়সী পঙ্কজ কুমার ও ১৯ বছর বয়সী রোশন কুমার। বাড়ি বিহারের পাটনা এলাকায়। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যে জিআরপি তদন্ত শুরু করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code