নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ ভোটের আবহে মধ্যপ্রদেশের ভোপালের এক জন ব্যবসায়ীর বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীর নাম কৈলাস ক্ষত্রি। কৈলাসবাবু কাটা-ফাটা টাকার নোট পরিবর্তনের ব্যবসার সাথে যুক্ত। পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতেরবেলা তার বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া টাকার মধ্যে যেমন ৫০০ টাকার নোট, তেমনই ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নোটও রয়েছে। কৈলাসবাবু পুলিশের কাছে দাবী করেছেন, “রিজার্ভ ব্যাঙ্ক থেকে অনুমতি নিয়েই টাকা পরিবর্তনের কাজ করেন।” কিন্তু পুলিশ কৈলাসবাবুর দাবীতে খুব একটা আশ্বস্ত হতে পারছে না। এই টাকা কোথা থেকে এলো, আর ঘরে কেনই বা বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আয়কর দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা। টাকা গোনার জন্য মেশিনও আনা হয়। অন্যদিকে, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ২০০৬ সাল থেকে তিনি টাকা পরিবর্তনের কাজ করেন। ২০২০ সাল অবধি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ওই ছেঁড়া-ফাটা টাকা বদলাতেন। তবে পরবর্তী কালে ব্যাঙ্কের সাথে সেই লেনদেন বন্ধ হয়ে যায়।