Indian Prime Time
True News only ....

ফের শহর থেকে উদ্ধার কোটি কোটি টাকা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা থেকেই ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ‘ই-নাগেটস’ নামে একটি মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলার তদন্তে নেমে কলকাতা শহরের পার্ক স্ট্রিট, নিউটাউন, মোমিনপুরের বন্দর এলাকা, গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি সহ মোট ছ’টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।

আর এই তল্লাশির সময় নিসার আহমেদ খানের ছেলে গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি ও তার নিউটাউনের অফিস থেকে মোট ১৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। আমিরের দোতলার বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে স্তরে স্তরে নোটের বান্ডিল সাজানো ছিল। তাতে ৫০০ এবং ২০০০ টাকা নোট রাখা ছিল।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ওই টাকা গুনতে স্টেট ব্যাংক আধিকারিকদের সাহায্য নেওয়া হয়েছে। ব্যাংক আধিকারিকরা নোট গোনার জন্য মোট আটটি টাকা গোনার যন্ত্র নিয়ে এসেছেন। এছাড়া এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যেতে দশটি ট্রাঙ্কও আনা হয়েছে। ইডি সূত্রে জানা যায়, আমির সহ একাধিক ব্যক্তি একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে বহু গ্রাহককে প্রতারণা করেছেন বলে অভিযোগ ওঠে।

প্রাথমিক ভাবে ওই অ্যাপের মাধ্যমে খেলায় অংশগ্রহণকারী গ্রাহকেরা কমিশন পেতেন। আর মোট কমিশনের লোভে গ্রাহকেরা বড়োসড়ো অঙ্কের অর্থ বিনিয়োগ করলে আচমকাই টাকা তোলা বন্ধ হয়ে যেত। এই নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ সহ প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored