অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল সকাল কলকাতার ধর্মতলার একটি বাসস্ট্যান্ড থেকে পুলিশ তিন লক্ষ টাকা উদ্ধার করেছে। আর এক জনকে আটকও করেছেন। পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদস্যরা ঘটনাস্থলেই টাকা গোনার কাজ শুরু করেছেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান, যে বিপুল সংখ্যক পাঁচশো টাকার নোট উদ্ধার হয়েছে, সেগুলি জাল নোট।
পুলিশ জানিয়েছে, ‘‘এই ঘটনায় মানোয়ার শেখ নামে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি মালদার কালিয়াচক থেকে কলকাতায় তিনটি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছিলেন। মানোয়ার শেখ এই জাল নোট অন্য কোথাও পাচারের পরিকল্পনা করেছিলেন বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।’’ এই ঘটনার নেপথ্যে জাল নোটের কারবারিরা রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া, আজ ধৃতকে আদালতে হাজির করানো হবে। পুলিশ মানোয়ারকে নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানাতে পারে। আপাতত পুলিশ অভিযুক্ত মানোয়ারকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, আর এই নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ কারণ জানতে যথাযথ তদন্তও করা হবে বলে জানানো হয়েছে।