নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর গুপ্তিপাড়া আর্যনগর জি এস এফ পি স্কুলের একটি ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু গতকাল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি ঘরের তালা ভেঙে চাল, ডাল ও ডিম চুরি হয়ে যায়। আজ শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয় পৌঁছালে বিষয়টি নজরে আসতেই একেবারে হকচকিয়ে ওঠেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চোর তালা ভেঙে ঘরে ঢুকে মুড়িও খেয়েছে। কারণ বাটিতে মুড়ি ছিল। আর মাটিতেও ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপর বাচ্চাদের খাবার জন্য রাখা চাল, ডাল এবং ডিম সব চুরি করে নিয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিদ্যালয়ের পিছন দিকের পাঁচিলটা ভাঙা থাকায় চোর সেখান থেকে ঢুকে এই কান্ডটি ঘটিয়েছে। বলাগড় থানার গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। আর এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদও চালায়। এদিকে, পড়ুয়াদের মিড-ডে মিলের সর্বস্ব চুরি যাওয়ায় শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন।