অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মেট্রো যাত্রীদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছেই না। একদিকে কবি সুভাষ স্টেশনটি বন্ধ থাকায় বহু মানুষ ভোগান্তিতে পড়েছেন। এরই মধ্যে আজ সন্ধ্যাবেলা একটি মেট্রো এসপ্লানেড থেকে চাঁদনী চক দিকে যাওয়ার সময় মেট্রোর রেকের তলা থেকে ধোঁয়ার সাথে আগুনের ফুলকি বেরোতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রসঙ্গত, গত ৩১ শে জুলাই সকালবেলা ৮টা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে ঠিক একই ঘটনা ঘটেছিল। সেই মেট্রো রেকটি শহীদ ক্ষুদিরামের দিকে যাচ্ছিল। সেদিন যাত্রীদের একাংশ একটি কামরার নীচ থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। যদিও এদিন আগুনের ফুলকি দেখামাত্রই যাত্রীদের সাবধানতার সাথে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code